২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:২৭

খুলনায় বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

খুলনার বটিয়াঘাটায় কাজিবাছা নদীর অব্যাহত ভাঙনে উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে ভাঙনে পানি উন্নয়ন বোর্ডের খুলনা-চালনা সড়কের প্রায় ৪শ’ মিটার জায়গা অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কটি ভেঙে গেলে বটিয়াঘাটা উপজেলার ১২ থেকে ১৫টি গ্রাম প্লাবিত হবে। সেই সাথে আমন উৎপাদন ও সবজি চাষে বিরূপ প্রভাব পড়বে। 

বুধবার ঝুঁকিপূর্ণ বেড়িবাধ রক্ষার দাবিতে বটিয়াঘাটায় গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এর আগে বটিয়াঘাটার কাজিবাছা বাজার অংশে ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে কিসমত ফুলতলা অংশে ভাঙনে এ অঞ্চলের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। 

এতে বক্তৃতা করেন অরূপ জোদ্দার, সুমন গোলদার, সেতু বিশ্বাস, নজরুল ইসলাম, জয় চক্রবর্তী, মো. রাফি আহমেদ। পরে ভুক্তভোগীরা স্বেচ্ছাশ্রমে বালুর বস্তা ও বাঁশ দিয়ে বেড়িবাঁধ মেরামতের চেষ্টা করেন।  

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর