১৫ অক্টোবর, ২০১৮ ১৩:০২
মিছিলে পুলিশের বাঁধা

বরিশালে পুলিশি বেষ্টনীতে স্বেচ্ছাসেবক দলের পৃথক বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পুলিশি বেষ্টনীতে স্বেচ্ছাসেবক দলের পৃথক বিক্ষোভ সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অনান্য নেতৃবৃন্দকে দণ্ডিত করার প্রতিবাদে বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করার চেস্টা করেছে স্বেচ্ছাসেবক দল। 

কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সোমবার সকাল ১০টায় কঠোর পুলিশী বেস্টনীতে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিন জেলা বিএনপি'র সভাপতি এবায়দুল হক চাঁন এবং বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলেল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনিসহ অন্যান্যরা। 

এদিকে, কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টায় একই স্থানে পুলিশ বেস্টনীতে বিক্ষোভ সমাবেশ করে মহানগর স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম সমির, সিনিয়র যুগ্ম সম্পাদক খান মো. আনোয়ার এবং সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ সহ অন্যান্যরা। 

সমাবেশ শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হলে তাদের বাঁধা দেয় পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত তাদের মিছিল করতে দেয়নি পুলিশ। এদিকে, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচী উপলক্ষ্যে বিএনপি কার্যালয়ের আশপাশ সহ সদর রোডে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর