১৫ অক্টোবর, ২০১৮ ১৬:১৪

বরিশালে ৬০১ মন্দিরে শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৬০১ মন্দিরে শারদীয় দুর্গোৎসব

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালেও শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। গত রবিবার সন্ধ্যায় বেল বরণের মধ্য দিয়ে পূঁজা শুরু হলেও সোমবার অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা। সায়ংকালে শারদীয় দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এদিন ভক্তরা মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন। ভক্তদের আনাগোনায় মন্দিরে মন্দিরে বিরাজ করছে উৎসবের আমেজ। এবার পূজা মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তায় খুশী সনাতন ধর্মাবলম্বিরা। 

বরিশাল বরিশাল জেলার ১০ উপজেলা এবং মহানগরীতে মোট ৬০১টি সার্বজনীন মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে পূজা উদযাপন কমিটি সূত্র জানিয়েছে। 

বিডি-প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর