১৮ অক্টোবর, ২০১৮ ১১:৫৪

রাজধানীতে বাসচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীতে বাসচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

রাজধানীর ভাটারার নর্দা ওভারব্রিজের নিচে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১)নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনার পর সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুল ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের মো. শহিদুল্লার ছেলে এবং ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুর সাত্তার মাদ্রাসায় নুরানী বিভাগে পড়তো সে।

নিহতের বড় ভাই ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী আমানউল্লাহ জানায়, কুড়িল বিশ্বরোড থেকে গাড়িতে উঠে বাড়ি যাওয়ার জন্য ভোরে মাদ্রাসা থেকে সে বের হয়। কিন্তু নর্দা ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পার হওয়ার সময় নতুনবাজারগামী একটি বাস আতিকুলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর