২১ অক্টোবর, ২০১৮ ১৯:৫৬

বিএনপির নিবন্ধন বাতিলের দাবিতে যুবলীগের মিছিল, লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নিবন্ধন বাতিলের দাবিতে যুবলীগের মিছিল, লিফলেট বিতরণ

বিএনপি সন্ত্রাসী সংগঠন দাবি করে নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবিতে ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার দ্বিতীয় দিন লিফলেট বিতরণ, মিছিল সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বিকাল টিকাটুলি মিছিল পূর্ব সমাবেশে ৩৯ নং ওয়াড যুবলীগের সভাপতি হাজী রমজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আলী আকবর বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর আহমদে রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসনে বাবু, মো. মাকসুদুর রহমান মাকসুদ, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ-জামান, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রিয়াজ আহমদে ফালান। সভা পরিচালনা করেন ৩৯ নং ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ ফয়সাল জন। 

বক্তারা বলেন, আমাদের পবিত্র সংবিধানের ৩৮ এর গ ধারায় স্পষ্টভাবে উল্লেখ্য আছে, কোন দল কিংবা সংগঠন যদি কোন সন্ত্রাসী র্কমকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে সরকার তাদের কার্যক্রম দেশ ও দেশের মানুষের কল্যাণে নিষিদ্ধ করতে পারবে। ২১ আগস্টের মামলার রায় ও বিভিন্ন সময় সন্ত্রাসী র্কমকাণ্ডে বিএনপি জড়িত ছিল। সুতারাং সারা বাংলার যুব সমাজের দাবী বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের নিবন্ধন বাতিল ও সকল প্রকার রাজনৈতিক র্কাযক্রম নিষিদ্ধ করা হোক। সমাবেশ শেষে মিছিল ও লিফলেট বিলি করা হয়।


বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর