২২ অক্টোবর, ২০১৮ ১৫:২৫

বরিশালে ২ দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


বরিশালে ২ দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু

বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ মেলা। জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার উদ্যোগে সোমবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে পতাকা উত্তোলনের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এরপর কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বগুড়া রোডের জীবনানন্দ মিলনায়তনে গিয়ে শেষ হয়। 

দুই দিনব্যাপী মেলা উপলক্ষ্যে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বক্তব্য রাখেন ডা. মোশতাক আল মেহেদী ও পার্থ সারথী দাসসহ অন্যান্যরা। 

দুইদিন ব্যাপী মেলার অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি ও গান প্রতিযোগিতা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী। অাজ মঙ্গলবার দুই দিনব্যাপী মেলার শেষ দিন। 

ডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর