২৩ অক্টোবর, ২০১৮ ১৮:২৫
সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী

শীতকালে পরিযায়ী পাখিদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহনের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

শীতকালে পরিযায়ী পাখিদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহনের আশঙ্কা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সাধারণ শীতকালে ২৪৪ প্রজাতির পরিযায়ী পাখি বাংলাদেশে আগমন করে। এর মধ্যে ২১ প্রজাতির পাখি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহন করে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিতে সংসদের ২৩তম অধিবেশনে মঙ্গলবারের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব তথ্য জানান। 

এসময় মন্ত্রী আরো জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্মিলিত প্রচেষ্টায় ওয়ান হেলথ বাংলাদেশ পরিযায়ী পাখির রক্ত এবং বিষ্ঠা সংগ্রহ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে থাকে। এছাড়া প্রতি বছর ১০ নভেম্বর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিষয়ে জনসাধারণকে সচেতনতার জন্য ওয়ান হেলথ পালন করে থাকে। 

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর