Bangladesh Pratidin

প্রকাশ : ৯ নভেম্বর, ২০১৮ ১৪:২৩ অনলাইন ভার্সন
আপডেট : ৯ নভেম্বর, ২০১৮ ১৫:৫৫
সমাবেশস্থলে আসতে শুরু করেছেন ঐক্যফ্রন্ট নেতাকর্মীরা
অনলাইন ডেস্ক
সমাবেশস্থলে আসতে শুরু করেছেন ঐক্যফ্রন্ট নেতাকর্মীরা
ছবি : কাজী শাহেদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে আজ শুক্রবার বিকেলে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐতিহাসিক মাদরাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। জুমার নামাজের পর থেকে বাড়ছে নেতাকর্মী-সমর্থকদের ভিড়।

সিলেট, চট্টগ্রাম, ঢাকার পর চতুর্থ জনসভাটি আজ রাজশাহীতে হতে যাচ্ছে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ওই জনসভায় যোগ দিচ্ছেন না ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন উপস্থিত থাকতে না পারলেও ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজশাহী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বিভাগের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা আসছেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow