১১ নভেম্বর, ২০১৮ ২১:২০

নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি বিএনপির

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানিয়েছে বিএনপি, ২০ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট। 

রবিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিএনপি, ২০ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট গণতন্ত্র উদ্ধারের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে তড়িঘড়িপূর্বক নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা গ্রহণযোগ্য নয়। কারণ, এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব দলের পক্ষে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে মনোনয়নপত্র দাখিল করা কোনোভাবেই সম্ভব নয়। ইতোমধ্যে বিষয়টি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর