১২ নভেম্বর, ২০১৮ ২২:১২

কীর্তনখোলায় স্টিমারের সঙ্গে সংঘর্ষে বাল্কহেড ডুবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কীর্তনখোলায় স্টিমারের সঙ্গে সংঘর্ষে বাল্কহেড ডুবি

ফাইল ছবি

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহি স্টিমার পিএস টার্নের সাথে বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের রাজাপুর সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্টিমারের তলা ফেটে গেছে। 

স্টিমারের যাত্রীদের উদ্ধারের জন্য বরিশাল থেকে সুন্দরবন-১২ নামে একটি লঞ্চ দুর্ঘটনা কবলিত এলাকায় পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, সন্ধ্যার পর বরিশাল থেকে প্রায় আড়াই শ’ যাত্রী নিয়ে রাষ্ট্রীয় নৌযান সার্ভিসের পিএস টার্ন ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। রাত সাড়ে ৮টার দিকে রাজাপুর সংলগ্ন কীর্তনখোলা নদী অতিক্রমকালে স্টিমারটির সাথে বিপরীতমুখি একটি বাল্ক হেডের সংঘর্ষ হয়। এতে বাল্ক হেডটি তাৎক্ষনিক ডুবে যায়। 

দুর্ঘটনার পরপরই ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে স্টিমারটিকে সংলগ্ন একটি চরে উঠিয়ে দেয় এর মাস্টার। স্টিমারে ঢুকে যাওয়া পানি সেচের জন্য পাম্প বসানো হয়েছে। এই ঘটনায় এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর