শিরোনাম
১৩ নভেম্বর, ২০১৮ ১০:৪৭

খাওয়ার জন্য কুকুর জবাই, অতঃপর থানায় জিডি

অনলাইন ডেস্ক

খাওয়ার জন্য কুকুর জবাই, অতঃপর থানায় জিডি

সংগৃহীত ছবি

পোষা কুকুর জবাই করায় দুই চীনা নাগরিকের বিরুদ্ধে জিডি করেছেন অভিনেতা প্রাণ রায়। ওই দুই চীনা নাগরিকের নাম চিমিং ও লিয়ান। রাজধানীর খিলক্ষেত থানাধীন একটি এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। 

অভিনেতা প্রাণ রায় ছয়টি কুকুর পুষতেন। যে কুকুরটিকে জবাই করা হয়েছে সেটি তারই পোষা কুকুর। খাওয়ার উদ্দেশ্যে সেটিকে জবাই করেন চিমিং ও লিয়ান।

প্রাণ রায় গণমাধ্যমকে জানান, পাশের বাড়ির ড্রাইভার এসে আমাকে চীনা নাগরিকের কুকুর নিয়ে যাওয়ার বিষয়টি বলেন। সঙ্গে সঙ্গে আমি খুঁজে দেখি আমার একটা কুকুর নেই। বিকেল ৩টার দিকে আমরা গিয়ে দেখি চীনা নাগরিকরা আমার কুকুরটাকে বার্নার দিয়ে পোড়াচ্ছে। সঙ্গে সঙ্গে তাদের আমরা ধরে ফেলি। এরপর থানায় জিডি করি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুল রহমান জানান, অভিনেতা প্রাণ রায়ের পোষা কুকুর জবাইয়ের বিষয়টি চীনা দুই নাগরিক মীমাংসা করতে চেয়েছিলেন। কিন্তু প্রাণ রায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ৩০৭) লিপিবদ্ধ করেছেন। চীনা দুই নাগরিক থানায় এসেছিলেন এরপর মীমাংসা না হওয়ায় তারা চলে গেছেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর