১৪ নভেম্বর, ২০১৮ ১৪:৩১

বরিশালে আয়কর মেলায় ৫৫ লাখ টাকার কর আদায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আয়কর মেলায় ৫৫ লাখ টাকার কর আদায়

বরিশালে ৭দিনব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিনেও উপচেপড়া ভীড় আয়কর দাতাদের। বুধবার মেলার দ্বিতীয় দিনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে মেলা প্রাঙ্গণে স্থাপিত সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের অস্থায়ী বুথের মাধ্যমে আয়কর দিচ্ছেন আগ্রহীরা। পাশাপাশি ভ্যাট ও সঞ্চয় পরিদফতরের অস্থায়ী বুথের মাধ্যমে দেওয়া হচ্ছে সেবা।

নাগরিকরা মেলায় গিয়ে আয়কর প্রদানের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হচ্ছেন। কেউ রিটার্ন দাখিল করেন। কেউ কেউ আয়কর দিয়ে গ্রহণ করেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন)। 

মঙ্গলবার সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়কর মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহানা। প্রথম দিনে আয়কর মেলায় ৩ হাজার ২০৮ জন বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন। এরমধ্যে ১ হাজার ৩৩৮জন রিটার্ন দাখিল করেন। আয়কর আদায় হয়েছে ৫৫ লাখ ৫৪ হাজার ৩৫৬ টাকা। প্রথম দিন বরিশালের আয়কর মেলা থেকে ৮৫জন টিআইএন গ্রহণ করেন। 

আগামী ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর