১৫ নভেম্বর, ২০১৮ ১১:১৪

বিএনপির কাছে লেবার পার্টির ২ আসন দাবি

অনলাইন ডেস্ক

বিএনপির কাছে লেবার পার্টির ২ আসন দাবি

বিএনপির নেতৃত্বাধীন ২০-লীয় জোটের বেশিরভাগ শরিক নিজ নিজ দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। দু-একটি দল দরকষাকষিও শুরু করে দিয়েছে।

২০ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টি দুটি আসনে প্রার্থী দিতে চায়। পিরোজপুর ও বরগুনার দুটি আসনে তারা ২০ দলের ব্যানারে নির্বাচন করতে চায়।

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খানের কাছে প্রার্থী তালিকা জমা দিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

পিরোজপুর-২ আসনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও বরগুনা-২ আসনে সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান মনোনায়নপত্র জমা দেন।

এ সময় লেবার পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর