১৫ নভেম্বর, ২০১৮ ১৭:৫২

চট্টগ্রামে জঙ্গিবাদ বিরোধী আলেম-ওলামা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে জঙ্গিবাদ বিরোধী আলেম-ওলামা সমাবেশ

চট্টগ্রামের রাউজানে ‘জঙ্গিবাদ বিরোধী আলেম ওলামা শিক্ষার্থী সমাবেশে বক্তারা বলেছেন, ‘ইসলামের নামে যারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয় তারা প্রকৃতি মুসলমান নয়’। আজ বৃহস্পতিবার রাউজানের দারুল ইসলাম কামিল মাদ্রাসায় সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সমাবেশ অুনষ্ঠিত হয়। 

সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়ক আবু হাসনাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ, প্রধান বক্তা ছিলেন দারুল কামিল মাদ্রাসর অধ্যক্ষ রফিকুল আহমেদ ওসমানী, বিশেষ অতিথি ছিলেন রাউজান প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, স্থপতি আশিক ইমরান, ওসি কেফায়াত উল্লাহ, মাওলানা আব্দুল মান্নান, উপাধ্যক্ষ সাইদুল আলম সাকী।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য সুচিন্তা বাংলাদেশের যুগ্ম- সমন্বয়ক ডা. হোসেন আহমেদ। এতে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ছাত্রনেতা মোহাম্মদ আসিফ ও সুলতান মাহমুদ ফয়সাল সুচিন্তা ষ্টুডেন্ট এন্ড ইয়ূত উইংস এম.ই.এস কলেজ শাখা।

অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, উন্নত সমৃদ্ধ অসা¤প্রদায়িক জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতানা বুকে ধারন করে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর জন্য আহবান জানান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর