১৫ নভেম্বর, ২০১৮ ১৭:৫৪

ঠাকুরগাঁওয়ে অনুমতি ছাড়াই গাছ বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে অনুমতি ছাড়াই গাছ বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ঠাকুরগাঁও সদর উপজেলার মধুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক ও সভাপতি সিরাজুল ইসলাম কারও অনুমতি ছাড়াই প্রায় ১ লাখ টাকা মূল্যের ২৪ টি কাঠাল গাছ বিক্রয় করেছেন। জানা যায়, এর আগেও ৮ টি গাছ গোপনে বিক্রয় করেছেন বাংলাদেশ শিক্ষক (মাধ্যমিক) সমিতির জেলা শাখার এই সভাপতি। 

স্থানীয়রা জানায়, গাছ গুলো ক্রয় করেছেন স্থানীয় গাছ ব্যবসায়ী এন্তাজুল। তিনি অর্ধেক গাছ কর্তন করেছেন বাকি অর্ধেক দু-এক দিনের মধ্যে কাটা শেষ করবেন। এই গাছ গুলো যারা বিক্রয় করেছেন তারা নিজেদের লাভবান হওয়ার জন্যই বিক্রয় করেছেন। 

প্রশাসনিক সূত্রে জানা য়ায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিক্রয় করতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগে আবেদন করতে হয়। বন বিভাগ গাছ দেখে মূল্য নির্ধারণ করবেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাছ বিক্রয়ের অনুমোদন দিলে উন্মুক্ত ডাকের মাধ্যমে গাছ বিক্রয় করতে হয়। শুধুমাত্র বিদ্যালয়ের নিজস্ব ব্যবহারের প্রয়োজনে গাছ কাটতে পারেন তবে সেটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে হবে। কিন্তু কার প্রয়োজনে বিদ্যালয়ের গাছ বিক্রয় করা হয়েছে বা বন বিভাগে আবেদনের বিষয়টি কেউ জানে না।

প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, ২৪ টি গাছ ৪৯ হাজার টাকা বিক্রয় করেছি। আগে কমিটির সবার সাথে গাছ বিক্রয়ের বিষয়ে মিটিং হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের গাছ কাটতে কারও অনুমতি নিতে হবে আমার জানা নাই। অনুমতি লাগলে পরে নিবো। 

জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মধুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৪ টি কাঠাল গাছ বিক্রয়ের জন্য কোনো আবেদন পায়নি। তাই বন বিভাগ গাছের বিষয়ে কোনো মূল্য নির্ধারণ বা অনুমোদন দেয়নি।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, শুনেছি অনুমোদন ছাড়া বিদ্যালয়ের গাছ কাটা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেয়া হয়েছে।  

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর