১৭ নভেম্বর, ২০১৮ ০০:৩২

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী : ইসি মাহবুব

ময়মনসিংহ প্রতিনিধি

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী : ইসি মাহবুব

ফাইল ছবি

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা সম্ভব হবে না। তবে নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী।

শুক্রবার বিকেলে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ময়মনসিংহের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, সেনাবাহিনীকে আমরা এমন অবস্থানে রাখব যাতে তারা দ্রুত সময়ে প্রতিটি কেন্দ্রে পৌছাতে পারে। নির্বাচনের তফসিল একবার পিছানো হয়েছে আর পিছানো সম্ভব হবে না।

এ মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, র্যাব ও বিজিবি প্রতিনিধিসহ জেলার সকল রিটার্নিং অফিসার, জেলা ও উপজেলা নির্বাচন অফিসাররা অংশগগ্রহণ করেন। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে ময়মনসিংহ জেলা প্রশাসন। সভায় নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষায় দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর