Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ নভেম্বর, ২০১৮ ১৩:২০

বরিশালের আয়কর মেলায় উপচে পড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের আয়কর মেলায় উপচে পড়া ভীড়

বরিশালে ৬ষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হয়েছে আয়কর মেলা। সরকারি কার্যদিবস হলেও রবিবার ৬ষ্ঠ দিনে মেলায় উপচে পড়া ভীড় দেখা গেছে। উৎসুক করদাতারা মেলায় এসে কর প্রদানের নানা বিষয় সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি দিয়েছেন রিটার্ন জমা এবং কর। কেউ নিয়েছেন নতুন ই-টিন। 

গত ৫দিনে বরিশালের কর মেলায় বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন ৭৫ হাজার ২শ’ ৮৩জন। রিটার্ন জমা দিয়েছেন ১০ হাজার ২শ’ ৩৮জন আগ্রহী ব্যক্তি। কর আদায় হয়েছে ৪ কোটি ৯ লাখ ৫১ হাজার ৪৬২ টাকা। নতুন ই-টিন গ্রহন করেছেন ৪৭৭জন। 

বিভাগীয় শহর বরিশালে গত ১৩ নভেম্বর শুরু হওয়া ৭ দিনব্যাপী আয়কর মেলা শেষ হবে আগামীকাল ১৯ নভেম্বর।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত


আপনার মন্তব্য