Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০১৮ ১৪:০২ অনলাইন ভার্সন
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮ ১৫:০৪
আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক
আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত
ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ঢাকায় আসছেন। রবিবার (১৮ নভেম্বর)  বিকেলে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বিদায় নেওয়ার আগেই বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলারের নাম ঘোষণা করেন। এরপর গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনও পান আর্ল রবার্ট মিলার। 

এর আগে আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার। বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে  আর্ল মিলার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মার্কিন কনস্যুলেটে কনসাল জেনারেল ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের হয়ে ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, মিয়ামি ও বোস্টনে কাজ করেছেন। ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও এল সালভেদরের মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মিলার। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

আপনার মন্তব্য

up-arrow