১৯ নভেম্বর, ২০১৮ ১৮:২৯

নাটোরে নারীসহ ১৭ জেএমবি ফের কারাগারে

নাটোর প্রতিনিধি

নাটোরে নারীসহ ১৭ জেএমবি ফের কারাগারে

নাটোরের বিভিন্ন সময়ে আটক মাহমুদা নামে এক নারীসহ ১৭ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যের জামিন না মঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কড়া নিরাপত্তায় অাটক জেএমবি সদস্যদের জেলা কারাগার থেকে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। এসময় আসামিদের পক্ষে কেউ জামিনের আবেদন না করায় সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, নাটোরের বড়াইগ্রাম ও সদর উপজেলার চাঁদপুরের জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, দিঘাপতিয়া জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধারসহ বিভিন্ন স্থান থেকে এই ১৭ জেএমবি সদস্যকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে আটককৃতদের সোমবার একযোগে আদালতে হাজির করা হয়।

জেএমবি সদস্যদের আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, তাদের বিভিন্ন সময়ে এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। সোমবার হাজিরার নির্ধারিত দিনে তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর