২০ নভেম্বর, ২০১৮ ১৬:৩৫

বরিশালে ৮ কোটি ৩২ লাখ টাকা আয়কর আদায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৮ কোটি ৩২ লাখ টাকা আয়কর আদায়

বরিশাল কর অঞ্চলের আওতাধীন সবগুলো মেলা থেকে এবার আয়কর আদায় হয়েছে ৮ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকা। সর্বমোট সেবা নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮২৯ জন। রিটার্ন দাখিল করেছেন ১৮ হাজার ৩৬১ জন। নতুন করদাতা ই-টিআইএন হয়েছেন ১ হাজার ১৬৬ জন।

বরিশাল কর অঞ্চলের উদ্যোগে কর মেলায় আয়কর আদায়সহ বিভিন্ন সেবা প্রদানে প্রথম হয়েছে বরিশাল জেলা। ৯ম বারের মতো বরিশাল বিভাগের ৬ জেলায় সম্পন্ন হওয়া আয়কর মেলায় রাজস্ব আদায়, সেবা প্রদান, রিটার্ন দাখিল এবং নতুন ই-টিআইএন প্রদানে বরিশাল জেলা এগিয়ে।
বরিশাল কর অঞ্চলের আওতাধীন একমাত্র বরিশাল জেলায় সপ্তাহব্যাপী, অন্যান্য জেলায় ৪দিন এবং উপজেলাগুলোতে ২দিনব্যাপী কর মেলা অনুষ্ঠিত হয়।

এবার বরিশালের সপ্তাহব্যাপী আয়কর মেলায় বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন ৯২ হাজার ৩২৪জন। রিটার্ন জমা দিয়েছেন ১০ হাজার ৩৩০ জন। বরিশালের মেলায় কর আদায় হয়েছে ৫ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৯৮১ টাকা। নতুন করদাতা হিসেবে ই-টিআইএন গ্রহন করেছেন ৫৩৪ জন। 

উপকূলীয় জেলা বরগুনায় ৪দিন ব্যাপী কর মেলায় বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন ৭ হাজার ৫৬৩ জন। রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৩৮৭ জন। কর আদায় হয়েছে ৫৯ লাখ ৯৮ হাজার ৯১৬ টাকা। নতুন ই-টিআইএন গ্রহন করেছেন ১১৬ জন। 

পিরোজপুর জেলায় ৪দিনব্যাপী কর মেলায় সেবা গ্রহণ করেছেন ৬ হাজার ২৩০ জন। রিটার্ন দিয়েছেন ১ হাজার ৭৫৫ জন। আদায় হয়েছে ৫৪ লাখ ৩৪ হাজার ৯৫৩ টাকার রাজস্ব। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৩৭ জন।

দ্বীপ জেলা ভোলায় ৪ দিনব্যাপী আয়কর মেলায় বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন ৬ হাজার ৫১৬ জন। রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৯৭ জন। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১১৩ জন। 

পটুয়াখালীর ৪ দিনব্যাপী আয়কর মেলায় সেবা নিয়েছেন ৭ হাজার ২৯৪ জন। রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ২৫৮ জন।  রাজস্ব আদায় হয়েছে ২৬ লাখ ৭১৪ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৮৬ জন।

ঝালকাঠীতে ৪ দিনব্যাপী আয়কর মেলায় সেবা নিয়েছেন ৫ হাজার ৩৫ জন। রিটার্ন জমা দিয়েছেন ৯১৩ জন। রাজস্ব আদায় হয়েছে ৩৫ লাখ ৭০ হাজার ৯৬৮ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেণ ৩১ জন।

পটুয়াখালীর কলাপাড়ায় ২ দিন ব্যাপী আয়কর মেলায় রাজস্ব আদায় হয়েছে ৫ লাখ ৭ হাজার ২ টাকা। রিটার্ন জমা দিয়েছেন ১১৫ জন। সেবা নিয়েছেন ২ হাজার ৬১ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২০ জন।

গলাচিপায় ২ দিন ব্যাপী মেলায় রাজস্ব আদায় করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৫৫৫ টাকা। রিটার্ন দাখিল করেছেন ১ শ’ ২৬ জন। সেবা নিয়েছেন ২ হাজার ১ শ’ ৫২ জন। নতুন করদাতা ই-টিআইএন হয়েছেন ২২ জন।

ভোলার লালমোহনে ২ দিনব্যাপী আয়কর মেলায় রাজস্ব আদায় হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ৪৭৩ টাকা। রিটার্ন দাখিল করেছেন ৪৬৫ জন। সেবা গ্রহন করেছেন ২ হাজার ৫৮৬ জন। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৪১ জন।

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার ২ দিনব্যাপী আয়কর মেলায় রাজস্ব আদায় হয়েছে ১১ লাখ ৮১ হাজার ২৮৩ টাকা। রিটার্ন দাখিল করেছেন ৫৭৫ জন। সেবা নিয়েছেন ২ হাজার ৯৩৮ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪৬ জন।

ঝালকাঠীর নলছিটিতে ২দিন ব্যাপী আয়কর মেলায় রাজস্ব আয় হয়েছে ৭ লাখ ৯৫ হাজার ১৮৫ টাকা। রির্টান দাখিল করেছেন ৩৪০ জন। সেবা গ্রহণ করেছেন ১ হাজার ১ শ’ ৩০ জন। নতুন ই-টিআইএন করদাতা হয়েছেন ২০ জন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর