২১ নভেম্বর, ২০১৮ ১৩:০৬

গাজীপুরে বসতঘর-রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বসতঘর-রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর, একটি রিকশার গ্যারেজ ও পরিত্যক্ত কাপড় থেকে বাচ্চাদের পোশাক তৈরির মিনি কারখানা পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেওলিয়াবাড়ী এলাকার হোসেন আলীর সেমিপাকা ভাড়া বাড়িতে বুধবার ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশের বিভিন্ন ঘরে এবং রিকশার গ্যারেজ ও বিল্লাল হোসেনের মালিকানাধীন পরিত্যক্ত (ঝুট) কাপড় থেকে বাচ্চাদের পোশাক তৈরির মিনি কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের দুটি, কালিয়াকৈর স্টেশনের দুটি এবং কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভাড়া বাড়ির ১৫টি ঘর ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল, রিকশার গ্যারেজ ও ১৪টি ব্যাটারিচালিত রিকশা, মিনি কারখানার মালামাল ও মেশিন পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর নির্ধারণ করা যাবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর