১০ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৯

মুক্তি পেলেন ভিকারুননিসার সেই শিক্ষক

অনলাইন ডেস্ক

মুক্তি পেলেন ভিকারুননিসার সেই শিক্ষক

ছাত্রী আত্মহত্যায় প্ররোচণা মামলায় ভিকারুননিসার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা মুক্তি পেয়েছেন।সোমবার বেলা সাড়ে ১২টায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। বিকাল সাড়ে ৪টায় তিনি তার মগবাজারের বাসায় পৌঁছেন।

সহকর্মী ভিকারুননিসার সিনিয়র শিক্ষক সুলতানা মুক্তারি জানান, হাসনা হেনার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

এর আগে গত বুধবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় অরিত্রি।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভিকারুননিসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

ঘটনার পর মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর পল্টন থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেন অরিত্রির বাবা।

বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর