১১ ডিসেম্বর, ২০১৮ ১৯:০০

প্রকাশিত সংবাদের বিষয়ে দুদকের ব্যাখ্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত সংবাদের বিষয়ে দুদকের ব্যাখ্যা

গত ১০ ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের ব্যাখা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ওই দিন প্রকাশিত খবরে উল্লে­খ করা হয়, দুর্নীতির কারণে দেশের প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ কম হচ্ছে। 

কিন্তু আজ তিনি তার ব্যাখ্যায় বলেছেন, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে, ‘বিভিন্ন গবেষণায় দেখা যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ২ থেকে ৩  শতাংশ গ্রাস করছে দুর্নীতি। দুর্নীতি কোন রাষ্ট্রের একক সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা। বিশ্বব্যাপী দুনীর্তির প্রকোপের কারণে দারিদ্রবিমোচন এবং কাঙ্খিত অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে না।  তাই সারা বিশ্বে জাতিসংঘের নেতৃত্বে দুর্নীতিবিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে।’

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর