১২ ডিসেম্বর, ২০১৮ ১৬:০২

ঢাকা মহানগরে সেরা এসি ইফতেখায়রুল ও এসি মোহররম আলী

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগরে সেরা এসি ইফতেখায়রুল ও এসি মোহররম আলী

পুরস্কার গ্রহণ করছেন ডেমরা জোনের এসি ইফতেখায়রুল

গত নভেম্বর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশ বিভিন্ন ক্ষেত্রে চৌকস কর্মকর্তাদের পুরস্কৃত করেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়।  

রাজধানীর ২৪টি ক্রাইম জোনের মধ্যে ডেমরা জোনের এসি ইফতেখায়রুল ইসলাম শ্রেষ্ঠ হয়েছেন। আর ডিবির  ৪ ডিভিশনে এসি মোহররম আলী মাসুদ তিনটি আলাদা ক্ষেত্রে একাই তিনটি পুরস্কার পান। এছাড়া ক্রাইমের আট বিভাগের মধ্যে লালবাগের ডিসি ইব্রাহিমের বিভাগ প্রথম হয়েছে। গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ডিসি ডিবি (উত্তর) মশিউর রহমান। এছাড়াও বিভিন্ন মামলার আসামি ধরা ও রহস্য উদঘাটনের জন্য আরও একাধিক কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

ওসিদের মধ্যে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছেন ডেমরা থানার সিদ্দিকুর রহমান। কদমতলী থানার ইন্সপেক্টর মাহবুব সেরা ইন্সপেক্টর অপারেশন্স-এর পুরস্কার পেয়েছেন। ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচিতে সেরার পুরস্কার পেয়েছেন নারী পুলিশ কর্মকর্তা নাজমুন নাহার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তার সঙ্গে ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের মাঝে আরও উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার শাহাবুদ্দিন কোরায়শি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি ডিবি চিফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার আব্দুল বাতেন, ডিএমপি (অপারেশন্স) চিফ অ্যাডিশনাল কমিশনার মীর রেজাউল, ক্রাইমের এডিশনাল কমিশনার কৃষ্ণপদ রায় প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জয়েন্ট কমিশনার শেখ নাজমুল ইসলাম।

বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর