১৩ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫৮

লুণ্ঠিত মালামাল বিক্রির সময় ৩ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

লুণ্ঠিত মালামাল বিক্রির সময় ৩ ডাকাত গ্রেফতার

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় এক গোডাউনে ডাকাতির মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। লুণ্ঠিত মালামাল বিক্রির সময় বুধবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এরা হলো পিরোজপুরের ভান্ডারিয়ার হরিনপালা গ্রামের একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি মো. বাবুল (৪৭), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বেতবুনিয়া গ্রামের আলমগীর হোসেন শেখ (৪২) এবং একই উপজেলার ডউয়াতলা গ্রামের মো. আশিক (২২)।

কোতয়ালী মডেল থানার এসআই ফিরোজ আল-মামুন জানান, গত ২৮ নভেম্বর নগরীর রূপাতলী গ্রামীন জিসি চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি গোডাউনে ডাকাতি হয়। দুর্বৃত্তরা নৈশপ্রহরীদের বেঁধে ওই গোডাউন থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য লুট করে। এ ঘটনায় ওই গোডাউনের মালিক মো. বাপ্পী বাদী হয়ে ওই দিনই কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। গত বুধবার রাতে গোপন খবর পেয়ে পুলিশ ওই ৩ জনকে ৮ কার্টন কনডেন্স মিল্কসহ গ্রেফতার করে। এই ডাকাতির মূল হোতা মো. আনোয়ারসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ আল-মামুন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর