১৭ ডিসেম্বর, ২০১৮ ২১:৩৩

রাজশাহীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার হাসানের ছেলে গোলাপ হোসেন (২৬) ও তুরস্ক প্রবাসি আব্বাসী (৩৫)।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন দমকল বাহিনীর সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মদ বলেন, গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দমকল বাহিনীর সদস্যরা জানান, রাজশাহীগামী যাত্রীবাহী বাস সেঞ্চুরি পরিবহন ও নাটোরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গুরুতর আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, এ ব্যাপারে দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ দুটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর