১৫ জানুয়ারি, ২০১৯ ১৪:৫০

বরিশালে জেলি মিশ্রিত চিংড়িসহ আটক ২

৭ দিন করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে জেলি মিশ্রিত চিংড়িসহ আটক ২

বরিশাল নগরীর পোর্ট রোর্ডে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত ৪০ কেজি চিংড়ি মাছসহ ২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য বিভাগের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের নেতৃত্বে মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালিত হয়।

খাদ্যে ভেজাল দেয়ার দায়ে অভিযানে আটক ২ মাছ ব্যবসায়ী জাফর জমাদ্দার এবং মিলন পালকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, পোর্ট রোড মৎস্য অবতারন কেন্দ্রে জেলি যুক্ত চিংড়ি বিক্রির অভিযোগ দীর্ঘ দিনের। অভিযোগের প্রেক্ষিতে সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পোর্ট রোডে অভিযান চালিয়ে জেলি যুক্ত ৪০ কেজি চিংড়ি জব্দ করে। জেলি যুক্ত চিংড়ি বিক্রি অভিযোগে আটক করেন ২ ব্যবসায়ীকে। পরে আটককৃতরা জেলিযুক্ত চিংড়ি বিক্রির কথা স্বীকার করেন ভ্রাম্যমাণ আদালতের কাছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই মাছ ব্যবসায়ীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ড ঘোষণার পরপরই তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে জেলি যুক্ত ৪০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর