১৬ জানুয়ারি, ২০১৯ ১২:১৮

বরিশালে মন্দিরভিত্তিক গণশিক্ষা প্রকল্পের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে মন্দিরভিত্তিক গণশিক্ষা প্রকল্পের কর্মশালা

মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ভূমিকা শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় প্রকল্পের উদ্যোগে বুধবার সকালে নগরীর জীবনানন্দ দাস সড়কের কবি জীবনানন্দ দাস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী এবং শিল্পপতি বিজয় কৃষ্ণ দে।

বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও এই ধরনের প্রকল্প অব্যাহত রাখার পক্ষে মত দেন বক্তারা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর