১৭ জানুয়ারি, ২০১৯ ১২:০০

গাজীপুরে আগুনে পুড়েছে ঝুটের ৭ গুদাম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে আগুনে পুড়েছে ঝুটের ৭ গুদাম

গাজীপুরে আগুনে ৭টি ঝুটের গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৭টি ঝুট গুদাম ও গুদামে থাকা মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আক্তারুজ্জামান বুধবার রাত ৮টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় দেলোয়ার হোসেনের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের মো. সগীর আলী, তাইজুল ইসলাম, রমজান আলী, আবুল হাসেম, রতন মিয়া ও তুহিন মিয়ার ঝুট গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি, ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি এবং সাভারের ইপিজেড ফায়ার স্টেশনের ১টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নেভানো শেষ হয়। তবে পানির সমস্যার কারণে আগুন নেভাতে দেরি হয়েছে। আগুনে টিনশেটের তৈরী গুদাম, ঝুট ও মেশিন পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কেই আহত হননি।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর