১৯ জানুয়ারি, ২০১৯ ১৩:২৭

সোহরাওয়ার্দীতে চলছে বিজয় উৎসব

অনলাইন ডেস্ক

সোহরাওয়ার্দীতে চলছে বিজয় উৎসব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে আওয়ামী লীগের আয়োজিত ‘বিজয় উৎসব’ আনুষ্ঠানিক ভাবে শুরু হবে বেলা আড়াইটায়। এখন চলছে সাংস্কৃতিক উৎসব। 

এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই নেতাকর্মীরা উৎসবের সাজে ভিড় জমিয়েছেন। 

দুপুর আড়াইটার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশস্থলে আসবেন। আওয়ামী লীগ সভাপতির আগমনের সময় শিল্পী মমতাজ গান পরিবেশন করবেন এবং মঞ্চে আসন গ্রহণের পর ‘জিতবে এবার নৌকা’ গানের শিল্পীরা সমবেত কণ্ঠে গান পরিবেশন করবেন।

গান পরিবেশন করবেন আঁখি আলমগীর, রফিকুল আলম, ফাহমিদা নবী, কল্পনা মজুমদার ও জলের গান-এর দল। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে ‘আপনার জন্ম একটি নতুন সময়ের ইঙ্গিত’ কবিতা আবৃত্তি করবেন কবি রাসেল আশেকী। এরপর দলের নেতারা বক্তব্য দেবেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর