২০ জানুয়ারি, ২০১৯ ১৪:৫১

কারাগার থেকে আসামিদের ছিনতাইয়ের পরিকল্পনা ছিল রিপনের

নিজস্ব প্রতিবেদক

কারাগার থেকে আসামিদের ছিনতাইয়ের পরিকল্পনা ছিল রিপনের

রাজধানীর গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার দুই পলাতক আসামির মধ্যে একজন মামুনুর রশিদ রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করে র‌্যাব। 

শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ঢাকামুখী একটি বাস থেকে সন্দেহভাজন হিসেবে প্রথমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় রিপনের কাছে দেড় লাখ টাকা পাওয়া যায়। তিনি হালুয়াঘাট থেকে ঢাকার দিকে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছেন, হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভুক্ত আসামিদের কারাগার থেকে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। রবিবার কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ কথা জানান। 

মুফতি মাহমুদ আরও বলেন, ২০১৪ সালে ত্রিশালের মতো জঙ্গি ছিনতাই পরিকল্পনা করেছিল তারা। ত্রিশালের মতো আরেকটি ঘটনা ঘটিয়ে জঙ্গিদের উজ্জীবিত করার চেষ্টা করেছিল তারা। মূলত হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভুক্ত আসামিদের ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর