২১ জানুয়ারি, ২০১৯ ০৯:৫৭

নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি

প্রায় ৪ ঘন্টা পর নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২১ জানুয়ারি) ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ধারণা করা হচ্ছে, একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর সেখান থেকে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পরে। আগুনে ৭২টি বস্তিঘর ও অর্ধশত জুটের গোডাউন পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মণ্ডলপাড়াস্থ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, অর্ধশত ঘর পুড়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর