২১ জানুয়ারি, ২০১৯ ১৩:৫২

খুলনায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদীসহ সংযুক্ত খালের অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নাগরিক সংগঠন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। 

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগর ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেন।

বক্তৃতা করেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ-উজ্জামান, নাগরিক নেতা অ্যাডভোকেট কুদরত-ই খুদা, আরজুল ইসলাম, মিজানুর রহমান।

বক্তারা জলাবদ্ধতা নিরসন, নগরীর সরকারি-বেসরকারি পুকুর ও জলাশয় সংরক্ষণসহ পরিকল্পিত-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দাবি জানান।

পরে একই দাবিতে সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান করা  হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর