২১ জানুয়ারি, ২০১৯ ১৯:৪২

সিলেটে আটক ছয় রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আটক ছয় রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে প্রেরণ

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলি বাস টার্মিনাল এলাকা থেকে ছয় রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।  রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় জনতার সহায়তায় তাদেরকে আটক করা হয়।  পরে সোমবার তাদেরকে পুলিশি প্রহরায় কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

আটক ছয় রোহিঙ্গা হলেন, মৃত আব্দুল হোসেনের স্ত্রী হাজেরা খাতুন (৬৫), মত্তুল হোসেনের ছেলে মো. সেলিম (২৫), মেয়ে ইয়াছমিন আরা (১২) ও নুর কালিমা (১০), সেলিমের স্ত্রী জুলেখা (২২) ও শিশুকন্যা আছেফা। 

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের ঠিকানা মিয়ানমারের আরাকান রাজ্যের সাহেববাজার বলে জানায়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, এসব রোহিঙ্গা নাগরিক আরাকান রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসে বলে পুলিশকে জানিয়েছে।  তাদের এক আত্মীয় শেখ আহমদ বর্তমানে কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে আছেন।  পরে আটককৃতদের পুলিশি প্রহরায় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর