শিরোনাম
২৩ জানুয়ারি, ২০১৯ ১০:১৭

ট্রাফিক আইন অমান্য করায় ২৮ লক্ষাধিক টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

ট্রাফিক আইন অমান্য করায় ২৮ লক্ষাধিক টাকা জরিমানা

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬১৬৫ মামলায় ২৮ লাখ ৭১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩০টি গাড়ি ডাম্পিং ও ৮৯৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১১১৯ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১০৯টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৯টি, স্টিকার ব্যবহার করার জন্য ১টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ৩৫৬০ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৬১ টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৬ টি মামলা দেওয়া হয়।

গত ২১ জানুয়ারি দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

সূত্র: ডিএমপি নিউজ

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর