২৩ জানুয়ারি, ২০১৯ ১১:৪২

মিটফোর্ড হাসপাতালে নাক, কান, গলার বিশেষায়িত কর্মশালা

অনলাইন ডেস্ক

মিটফোর্ড হাসপাতালে নাক, কান, গলার বিশেষায়িত কর্মশালা

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের নাক, কান, গলা বিভাগ কর্তৃক একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ২৬ থেকে ৩০ জানুয়ারী এ কর্মশালা চলবে।

কর্মশালায় বিদেশী স্বনামধন্য চিকিৎসকরা অংশগ্রহণ করবেন। এছাড়া তারা নাক, কান, গলার অপারেশন করবেন। বিদেশী চিকিৎসকরা হলেন ডা. সতিশ যেইন, পরিচালক, যেইন ইএনটি হাসপাতাল, জয়পুর (ভারত), ডাঃ সুদিপ্ত চন্দ্র, কোলকাতা, ডা. আদিত্তিয়া ইয়ালকার, পুনে (ভারত)। দেশের বিভিন্ন মেডিকেল কলেজের স্বনামধন্য নাক কান গলা বিশেষজ্ঞ ও নবীন প্রায় ২০০ (দুই শত) জন চিকিৎসক এই কর্মশালায় অংশগ্রহণ করবেন।

যাদের নাক বাকা, নাক বোচা, নাকের বিভিন্ন বিকৃতি রয়েছে তারা অপারেশনের সুযোগ পাবেন। এছাড়া এন্ডোসকপের মাধ্যমে নাকের পলিপ, নাক দিয়ে সি. এস. এফ পরা, নাকের টিউমার, পিটুইটারী টিউমার ও স্লিপ এপনিয়া রোগের অপারেশন করা হবে।

কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করবেন নাক কান গলা ও হেড নেক সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর