১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:১৫

বরিশালে ৫ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ৫ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বরিশালে শুরু হয়েছে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা। বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে রবিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানমালা শুরু হয়। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সংগীতানুষ্ঠান, আলোচনা সভা, আবৃত্তি, সংগীত, নৃত্য, নাটক ও বাউল গান। 

১ম দিনের অনুষ্ঠানমালার আলোচনায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সহ-সভাপতি নাজমুল হোসেন আকাশ। আলোচক ছিলেন প্রফেসর বিমল চক্রবর্তী, মো. আব্দুল মালেক হাওলাদার ও বিনয় ভূষণ মন্ডল। 

পরে কীর্তণখোলা থিয়েটারের পরিবেশনায় আবৃত্তি, খেয়ালী গ্রুপ থিয়েটারের পরিবেশনায় আবৃত্তি আলেখ্য এবং সুরঝংকার সংগীতালয় ও আলতাফ মাহামুদ সংগীত বিদ্যালয়ের শিল্পিরা সংগীত পরিবেশন করেন। পরে স্বর্ণালীর পরিবেশনায় নৃত্য ও গণনাট্য সংস্থার পরিবেশনায় নাটক মঞ্চস্থ হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর