১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০৮:৩৫

বিশ্বে যানজটে প্রথম ঢাকা

প্রতিদিন ডেস্ক

বিশ্বে যানজটে প্রথম ঢাকা

ফাইল ছবি

যানজটের শহর হিসেবে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা শহর। শুধু তাই নয়, সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও শীর্ষে রয়েছে ঢাকা।

বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯তে এ তথ্য উঠে এসেছে। গত শনিবার নামবিওর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। 

তালিকায় দেখা যায়, যানজটের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা। আর তৃতীয় অবস্থানে রয়েছে নয়াদিল্লি। চতুর্থ স্থানে রয়েছে কেনিয়ার রাজধানী নাইরোবি। পঞ্চমে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ষষ্ঠ শ্রীলঙ্কার কলম্বো, সাতে আছে মুম্বাই শহর। 

ফিলিপাইনের ম্যানিলা আছে ৮তমে। আর ৯ নম্বরে আছে আরব আমিরাতের সারজাহ এবং ১০ম অবস্থানে আছে ইরানের তেহরান।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর