১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:৪৩

নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রতীকী ছবি

মসজিদের কমিটি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জে দুই কাউন্সিলর গ্রুপের মধ্যে সংঘর্ষ ও সেই সঙ্গে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কবীর হোসেন ও সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

রবিবার দিবগত রাত সাড়ে ১২টা থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কাউন্সিলর কবীরসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছানোর আগেই উভয় গ্রুপ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর