শিরোনাম
১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:৩২

১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

প্রতীকী ছবি

মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় প্রায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত এই ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জান‍ানো হয়েছে।

এতে জানানো হয়েছে, পাইপলাইন স্থানান্তরের সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগন, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যাল, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরনা ঢাকার সব এলাকা, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা এলাকা, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও তদসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি উল্লেখিত এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর