১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৪৬

'কক্সবাজারে সন্ধ্যায় ভুতুড়ে পরিবেশ, নিরাপত্তা নেই'

অনলাইন ডেস্ক

'কক্সবাজারে সন্ধ্যায় ভুতুড়ে পরিবেশ, নিরাপত্তা নেই'

ফাইল ছবি

কক্সবাজার শহরে সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশ বিরাজ করে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কক্সবাজার শহরে সন্ধ্যার পর অন্ধকার থাকে। পুরো শহরে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। যে মেরিন ড্রাইভ তৈরি করা হয়েছে সেটাও অন্ধকার থাকে। বিচে নিরাপত্তা নাই, শহরেও নিরাপত্তা নাই। এজন্য সন্ধ্যার পর পর্যটকদের করার কিছু থাকে না।’

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এসময় সওজের প্রকৌশলীদের কাছে চট্টগ্রাম-কক্সবাজার চার লেন মহাসড়ক প্রকল্প ও মিরসরাই-কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের অগ্রগতির কথা জানতে চান ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় ও লম্বা বিচের শহর। অথচ শহরটি সন্ধ্যার পর ভুতুড়ে শহর হয়ে যায়। 

তিনি আরও বলেন, মিরসরাই-কক্সবাজার মেরিন ড্রাইভের প্রস্তুতি চলছে। তবে আমি চাই, আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি চার লেন করা হোক। জাপান সরকার এটায় বিনিয়োগ করতে চাচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর মাধ্যমে এটা করার কথা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর