২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:২৪

কৃষি ব্যাংকের তিন ডিজিএমসহ সাত জন কারাগারে

আদালত প্রতিবেদক:

কৃষি ব্যাংকের তিন ডিজিএমসহ সাত জন কারাগারে

রাজধানীর বনানী থানায় করা দুর্নীতি মামলায় কৃষি ব্যাংকের তিন ডিজিএমসহ সাত জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ আসামিদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। এরআগে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আসামিরা হলেন, ডিজিএম জুবায়ের মঞ্জুর, এ.কে.এম মোশাররফ হোসেন ও এ.বি.এম আতাউর রহমান। এ.জি.এম  মনোয়ারা বেগম এবং প্রিন্সিপাল অফিসার প্রকৌশলী শহিদুল ইসলাম ও সানাউল্লাহ। এছাড়া অপর আসামি হলেন, ফিয়াজ গ্রুপের স্বত্বাধিকারী ওয়াহিদুর রহমান।  

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজসে অন্যায় ভাবে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে বিশ্বাস ভঙ্গ প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খিলগাঁও, হাজারীবাগ, বাইলজুরী, বড় আশুলিয়া ও বাসাইদ মৌজার বিভিন্ন দাগ নম্বরের ভুয়া কাগজপত্র তৈরি করে কৃষি ব্যাংকে ২০০৯ সালে ১৪ ডিসেম্বর আবেদন করেন।  পরে তিনটি প্রতিষ্ঠানের নামে এক শত ৪৮ কোটি টাকা ঋণ উত্তলোন করে আসামিরা আত্মসাত করে। এঘটনায় দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে গত বছরের আগস্ট মাসে রাজধানীর বনানী থানায় মামলা করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর