২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০৫:০৫

চকবাজারে আগুন, হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ঢালা হচ্ছে

অনলাইন প্রতিবেদক

চকবাজারে আগুন, হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ঢালা হচ্ছে

ছবি: বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও আগুন নেভাতে কাজ করছেন।

জানা গেছে, আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনতে পুলিশের দুটি জলকামান থেকেও পানি দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ভবনের ওপর থেকে দুটি হেলিকপ্টার থেকে পানি ঢালছে বিমান বাহিনী।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। থেমে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের পর আগুন দ্রুত আশেপাশের একাধিক ভবনে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন এলাকাবাসী।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর