২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:১১

অগ্নিদগ্ধদের ভর্তি নিতে সব হাসপাতালকে নির্দেশ

অনলাইন ডেস্ক

অগ্নিদগ্ধদের ভর্তি নিতে সব হাসপাতালকে নির্দেশ

রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি পাঁচতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এই অগ্নিকাণ্ডে অনেকে দগ্ধ কিংবা আহত হয়েছেন। তাদের ভর্তি নিতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকালে এ নির্দেশনা দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী বলেন, সব সরকারি-বেসরকারি হাসপাতালকে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত কিংবা দগ্ধদের ভর্তি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের অবস্থা অনুযায়ী স্থানান্তর করা যাবে। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি পাঁচতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। তবে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর