২১ ফেব্রুয়ারি, ২০১৯ ২১:৩১

মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী কর্মসূচি

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে রাজধানীর জুরাইনে আলমবাগে অবস্থিত স্কলার ইন্টারন্যাশনাল স্কুল। দিবসটিতে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুঁয়ে দেয়। একইসঙ্গে কোন অনৈতিক ও দেশবিরোধী কাজে না জড়ানোর এবং অভিভাবকদের সঙ্গে কোন দুর্ব্যবহার না করার শপথ করে ছাত্র-ছাত্রীরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৃহস্পতিবার প্রভাতফেরির আয়োজন শেষে শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্কুলের শহীদ মিনারে ফুল দেয় শিক্ষার্থীরা। পরে আয়োজন করা হয় অভিভাবকদের পা ধুঁয়ে দেওয়া অনুষ্ঠানের। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন, তানুন হোসেন, চতুর্থ শ্রেণির সাবিকুননাহার সামিয়া, কাশফিয়া আকতার, আরিয়ানসহ শিশু শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুঁয়ে দেন।

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর