২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০২:১৯

চকবাজারে নিহতদের ‘শহীদ’ বললেন আল্লামা আহমদ শফী

অনলাইন ডেস্ক

চকবাজারে নিহতদের ‘শহীদ’ বললেন আল্লামা আহমদ শফী

ফাইল ছবি

পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭০ জন পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকে।ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতদের ‘শহীদ’ বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলামের আমির, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। একই সঙ্গে, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন  তিনি।

বৃহস্পতিবার দুপুরে হেফাজতে ইসলামের আমিরের কার্যালয় থেকে শোকবার্তায় আল্লামা শাহ আহমদ শফী বলেন, ‘চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন, তারা শহীদের মর্যাদা পাবেন ইনশা আল্লাহ। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং মসজিদে-মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের জন্য সম্মানিত ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ করছি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর