Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:০৯
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪৪

চকবাজার ট্র্যাজেডি

নিহতদের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত

অনলাইন ডেস্ক

নিহতদের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত
ফাইল ছবি

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনায় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাদ জুমা বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অন্যদিকে ঘটনাস্থল চকবাজারের পাশে অবস্থিত চুড়িহাট্টা শাহী মসজিদেও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনায় হাজার হাজার মুসল্লি অংশ নেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য