২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:১২

বাবার খোঁজে হাসপাতালে ৫ মাসের শিশু

অনলাইন ডেস্ক

বাবার খোঁজে হাসপাতালে ৫ মাসের শিশু

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে হন্যে হয়ে হাসপাতালে হাসপাতালে ছুটছেন স্বজনরা। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৬৭টি মরদেহের মধ্যে ৪৮ জনের পরিচয় মিলেছে। বাকি ১৯ জনকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

বাকি মরদেহ গুলোকে শনাক্ত করতে বিভিন্ন হাসপাতাল মর্গে থাকায় ছোটাছুটির শেষ নেই স্বজনদের। বাকি মরদেহ গুলোর পরিচয় শনাক্তের জন্য স্বজনদের ডিএনএ নমুনা নেওয়া হচ্ছে।

শনিবার সকাল থেকেই বাবা হারা সন্তান, সন্তান হারা বাবা-মা, ভাই হারা বোন, এমন অনেকেই ডিএনএর নমুনা দিতে মর্গে এসেছেন। 

এদিকে বাবার পরিচয় শনাক্ত করতে ৫ মাস বয়সী শিশুটি ডিএনএর নমুনা দিতে মায়ের সাথে ছুটে এসেছে ঢাকা মেডিকেলের মর্গে। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী যানজটে রিকশাসহ পুড়ে যাওয়ায় দিশেহারা স্ত্রী।

এসময় দিশেহারা স্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘স্বামী রিকশা চালাইতো। রিকশাও আমি পাই না, মানুষটারেও আমি পাই না। চারদিন যাবত কোনো সন্ধান আমি পাই না।’

শনাক্ত না হওয়া মরদেহের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চারটি, সোহরাওয়ার্দী হাসপাতালে চারটি, কুর্মিটোলায় তিনটি, হৃদরোগ ইনস্টিটিউটে পাঁচটি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফ্রিজে তিনটি মরদেহ রাখা হয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর