২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৫৯

খবিরের বাড়িতে তিন দিনেও থামছে না শোকের মাতম

কুমিল্লা প্রতিনিধি

খবিরের বাড়িতে তিন দিনেও থামছে না শোকের মাতম

খবির উদ্দিন নাহিদ (ফাইল ছবি)

পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত কুমিল্লার চৌদ্দগ্রামের খবির উদ্দিন নাহিদের (৩৮) বাড়িতে তিন দিনেও থামছে না শোকের মাতম। 

নিহত নাহিদ চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত সৈয়দ কামাল উদ্দিন ছেলে। 

তার ভাইয়ের ছেলে সৈয়দ আব্দুল হাই মিল্লাত জানান, তার চাচা ঢাকায় দীর্ঘদিন ধরে প্লাস্টিক ও চাউলের ব্যবসা করতেন। স্ত্রী আকলিমা আক্তার এবং দুই কন্যা নিয়ে ঢাকায় বসবাস করতেন তিনি। বড় মেয়ে আয়েশা নাহিদ (৭) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের প্রথম শেণির ছাত্রী ও দ্বিতীয় মেয়ে আদিবা নাহিদ নাতাশা (৫)।

ঘটনার দিন রাতে নাহিদ ১২ লাখ টাকার মালামাল বিক্রি করে টাকা ক্যাশ বাক্সে রেখেন। এরপর তিনি মালামাল ডেলিভারি দিতে গুদামে প্রবেশ করেছিলেন। আগুন লাগার খবরে দোকানে প্রবেশ করতে গিয়েই তাকে অকালে জীবন দিতে হয়েছে। 

এদিকে, তার মরদেহ বাড়িতে আনার পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, গ্রামের বাড়িতে নাহিদের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় এলাকার সর্বস্তরের লোকজন অংশ নিয়েছে।

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর