১৮ মার্চ, ২০১৯ ১০:০০

খাদ্যমন্ত্রীর জামাইয়ের মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের

অনলাইন ডেস্ক

খাদ্যমন্ত্রীর জামাইয়ের মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের

ডা. রাজন কর্মকার (ফাইল ছবি)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের সহকারী অধ্যাপক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাই ডা. রাজন কর্মকারের মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন রাজনের মামা সুজন কর্মকার।

সুজন কর্মকার বলেন, রাজনের মৃত্যুকে আমরা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে রাজি নই। তাই আমরা তার মৃত্যুর ঘটনায় তদন্ত চাই।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, মৃত রাজন কর্মকারের মামা সুজন কর্মকার বাদী হয়ে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগ গ্রহণ করেছি। ময়নাতদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে ডা. রাজন কর্মকার মারা গেছেন বলে তার মাকে জানান রাজনের স্ত্রী ডা. কৃষ্ণাকাবেরী মজুমদার। বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজনের। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানেও চিকিৎসকরা জানান, তিনি বেঁচে নেই।

উল্লেখ্য, ডা. কৃষ্ণাকাবেরী মজুমদারও বিএসএমএমইউ- এর সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর